Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিডিয়ার লেখা আর টক শো’র কথা শুনে দেশ পরিচালনা করি না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৬

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিডিয়া কী লিখল, আর টক শো’তে কে কী বলল— ওইসব দেখে-শুনে আমি দেশ পরিচালনা করি না। আমি দেশ পরিচালনা করি আন্তরিকতার সঙ্গে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। এই দেশের দরিদ্র মানুষের জন্য বছরের পর বছর তিনি জেল খেটেছেন। নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। সেই মানুষগুলোর জন্য কী কাজ করতে হবে, তা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে। আমি সেটাই কাজে লাগাচ্ছি। মানুষ তার সুফল পাচ্ছে কি না- সেটা যাচাই করি। কে কী বলল সেটা শুনে হতাশ বা উৎসাহিত হওয়া আমার সাজে না, আমি করিও না। এটাই বাস্তবতা।’

শেখ হাসিনা বলেন, ‘কিছু লোক আছে; যারে দেখতে নারি তার চলন বাঁকা। এই অবস্থায় কিছু লোক ভোগে। আর কিছু লোক আছে হতাশায় ভোগে। আমাদের মানুষের একটা বদ অভ্যাস হয়ে গেছে, কথায় কথায় হতাশ হওয়া। যতই কাজ করি তারপরেও বলবে, এটা হলো না কেন, ওটা হলো না কেন? এটা না বলে, আগে কী ছিল, আর এখন কী আছে- সেটা দেখলেই তো হয়ে যায়।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর