ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে এ চেকটি হস্তান্তর করেন।
আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১২ অক্টোবর সপ্তমী। মহাষ্টমীর পূজা ১৩ অক্টোবর (বুধবার)। নবমী পড়েছে বৃহস্পতিবার (১৪ অক্টোবর)।
আর ১৫ অক্টোবর বিজয়া দশমী উদযাপিত হবে।
পূজা উপলক্ষে এখনই মন্দিরে মন্দিরে শুরু হয়েছে মৃৎশিল্পীদের ব্যস্ততা।