Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটন দিবসে পেনিনসুলার পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাবাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৯

চট্টগ্রাম ব্যুরো: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে নগরীর অভিজাত হোটেল দ্য পেনিনসুলা চিটাগং কর্তৃপক্ষ। ‘চলো চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখি’শিরোনামে এই কর্মসূচি পালন করা হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর জিইসি মোড়ে পেনিনসুলা হোটেলের সামনে থেকে ওয়াসা মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া সচেতনতামুলক র‌্যালিও বের করেন পেনিনসুলার কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পেনিনসুলা চিটাগাং’র চেয়ারম্যান মাহবুব-উর রহমান বলেন, পেনিনসুলা সবসময় বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে অবদান রাখার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর চট্টগ্রামের সামাজিক মূল্যবোধ রক্ষা এবং দেশের প্রতিটি নাগরিকের মধ্যে সচেতনতা তৈরির জন্য কর্মসূচী পালন করে।

এ সময় অন্যান্যের মধ্যে পেনিনসুলা চিটাগাংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ এবং মহাব্যবস্থাপক সুমেধা গুণওয়ার্দানাসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এনএস

দ্য পেনিনসুলা চিটাগং বিশ্ব পর্যটন দিবস

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর