Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড


৪ এপ্রিল ২০১৮ ১৮:৫৮ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৪৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে তরুণীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোখসানা পারভিন এই রায় দেন।

দণ্ডিত তিনজন হলেন, নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী হরিমন্দির এলাকার সুজন ঘোষ, যদু ঘোষ ও সমীর দে। এর মধ্যে সুজন ঘোষ হাজতে রয়েছেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম সেন্টু সারাবাংলাকে বলেন, ২০১১ সালের ৮ জুন দক্ষিণ কাট্টলীর হরিমন্দির এলাকার চন্দনা রাণী দাশের মেয়ে ১৮ বছর বয়সী পান্নাকে দণ্ডিত তিনজন মিলে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা করে। রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই আইনের ৪ ধারায় আসামিদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।

পাহাড়তলী থানায় চন্দনার দায়ের করা মামলায় অভিযোগপত্র দাখিলের পর ২০১৩ সালের ২১ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় মোট ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।

সারাবাংলা/আরডি/এমআইএস

 

চট্টগ্রাম ধর্ষণ মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর