সাহিত্যে নোবেল পেলেন আব্দুল রাজ্জাক গুরনাহ
আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর ২০২১ ১৭:০৮ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ২০:২৮
৭ অক্টোবর ২০২১ ১৭:০৮ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ২০:২৮
২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ-তানজানিয়ান ঔপন্যাসিক আব্দুল রাজ্জাক গুরনাহ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি এ বছরের সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে।
১৯৯৪ সালে প্রকাশিত চতুর্থ উপন্যাস প্যারাডাইসের জন্য তাকে এ বছর নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। প্যারাডাইসে পূর্ব আফ্রিকান সমাজে ভালোবাসা এবং দুঃখের চিত্র তুলে ধরা হয়েছে।
১৯৪৮ সালে আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবর দ্বীপে জন্ম নেওয়া আবদুল রাজ্জাক গুরনাহ ১৯৬০ সালে শরণার্থী হিসেবে ব্রিটেনে চলে আসেন। বর্তমানে তিনি কেন্ট ইউনিভার্সিটির ইংরেজী সাহিত্য এবং পোস্ট কলোনিয়াল স্টাডিজের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার সাহিত্যে শরণার্থীদের দুর্দশা এবং আফ্রিকান অঞ্চলের রাজনীতি স্থান পেয়েছে।
সারাবাংলা/একেএম