প্রেস ক্লাবে সন্ধানীর ক্যাম্পে চোখের চিকিৎসা পেলেন ২শ জন
৭ অক্টোবর ২০২১ ১৮:৩৫
জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে আজ ক্লাবের প্রায় দুইশ সদস্য ও কর্মকর্তা-কর্মচারী চক্ষু চিকিৎসাসেবা নিয়েছেন। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহায়তায় এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্প থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা করানো হয়। অনুষ্ঠানে মরণোত্তর চক্ষুদানেরও অঙ্গীকার করা হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন চিকিৎসা সেবা প্রদানের জন্য সন্ধানীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সন্ধানীর সহযোগিতার ফলে ক্লাবের সদস্যরা বিশেষ উপকৃত হয়েছে।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, প্রেস ক্লাবে এ ক্যাম্প পরিচালনা করতে পেরে সন্ধানী সম্মানিতবোধ করছে। তিনি ভবিষ্যতেও প্রেস ক্লাবে তাদের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
স্বাস্থ্য ও সদস্য কল্যাণ উপকমিটির আহ্বায়ক বখতিয়ার রানার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সন্ধানী চক্ষুদান সমিতির পক্ষ থেকে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবে সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদসহ অন্যরা।
সন্ধানী চক্ষু হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মালিক ইফতেখার সিদ্দীকের নেতৃত্বে ৯ সদস্যের চিকিৎসা টিম এই চক্ষু ক্যাম্প পরিচালনা করেন। ‘চক্ষু বেঁচে থাক চোখের আলোয়’— এই স্লোগান সম্বলিত একটি লিফলেটও সেবাগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়।
সারাবাংলা/টিআর