ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় রাহিমুল কবির (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) ভোর পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর পুলিশ বক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে।
এ খবর নিশ্চিত করে বিমানবন্দর থানার এস আই মো. জুয়েল মিয়া জানান, বিমানবন্দর পুলিশ বক্সের দক্ষিণ পাশে মহাসড়কে ভোরের কোনো এক সময় যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ছয়টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ফোন নাম্বার থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত কবিরের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। বাবার নাম লুৎফুল কবির। চাকরির খোঁজে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। ভোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।