২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা
সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২১ ১৯:২৭
১২ অক্টোবর ২০২১ ১৯:২৭
ঢাকা: মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য (বিভিন্ন জাতের ডাল, বিস্কুট, পাউরুটি ইত্যাদি) বিক্রি ও বাজারজাত করার অপরাধে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর রামপুরা এবং সবুজবাগ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে এ মামলা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রামপুরা এলাকায় অবস্থিত দেশি সুপার শপ অ্যান্ড ফার্মাকে পাঁচ হাজার টাকা ও দক্ষিণ বাসাবোর ডেইলি শপিংকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহজাহান ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম