Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোনো অশুভ শক্তি যেন ধর্মের নামে অস্থিতিশীলতা তৈরি না করতে পারে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ২১:০৮

ধর্মীয় সম্প্রীতি বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

নারায়ণগঞ্জ: ধর্মের নামে কেউ যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিরাজ করছে। এ কারণেই বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় দুরন্ত গতিতে এগিয়ে চলছে। কোনো অশুভ শক্তি যেন ধর্মের নামে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে প্রতিটি ধর্মের মানুষকে সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্প‌তিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের কেয়া‌রিয়া, ইছাপুরা, স‌নি ও রূপগঞ্জ গ্রা‌মের সাতটি পূজা মণ্ডপ পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। তাই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, দেশে যেন কোনোভাবেই জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরে না আসে, এ বিষয়ে সরকার তৎপর রয়েছে। সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ বর্তমানে বিশ্বের মধ্যে অনুকরণীয় অবস্থান তৈরি করে নিয়েছে বলে মন্তব্য করেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, এ দেশের উন্নয়ন যেমন আজকের বিশ্বের বিস্ময় ও রোলমডেল, ঠিক তেমনি এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিও বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাই ঐক্যবদ্ধভাবে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, সরকার ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের কল্যাণে পর্যাপ্ত কার্যক্রম বাস্তবায়ন করছে। এর সুফল সব সম্প্রদায়ের জনগণ ভোগ করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হা‌বিবুর রহমান হা‌রেজ ও আনছার আলী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপ‌তি মুশ‌ফিকুর রহমান রিপন, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ইমন হাসান খোকন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, রূপগঞ্জ ইউনিয়ন ম‌হিলা লী‌গের সাধারণ সম্পাদক লা‌কি আক্তার, উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য প‌রিষ‌দের সভাপ‌তি শ্রী রমাকান্ত সরকার, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ধর্মীয় সম্প্রীতি বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর