Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২১ ১৭:০৬

ময়মনসিংহ: ত্রিশালের চেলেরঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। এদের মধ্যে পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পাঁচ জন একই পরিবারের সদস্য। তারা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মোড়ল বাড়ি গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), ছেলে আব্দুল্লাহ (৬), মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)।

নিহত অপর দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, বিকেল তিনটার দিকে মহাসড়কের চেলেরঘাট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এক জন। নিহতদের মধ্যে দুই শিশু, এক নারী ও তিন পুরুষ রয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে। এছাড়া আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর থেকে যান দু’টির চালক পলাতক রয়েছে।

পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনার কারণে প্রায় আধ ঘণ্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

ত্রিশাল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর