বনশ্রীর বাসায় গলায় ফাঁস দেওয়া গৃহকর্মী কিশোরীর মরদেহ
২২ অক্টোবর ২০২১ ০০:২৭
ঢাকা: রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় এক ব্যাংকার দম্পতির বাসা থেকে কোহিনুর আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিশোরী কোহিনুর ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে পুলিশ বনশ্রী এ-ব্লকের ওই বাসার চতুর্থ তলা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মী কোহিনুরের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, কোহিনুরের গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদপুর উপজেলায়। মাস দেড়েক হলো মেয়েটি ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সারাবাংলাকে জানান, ব্যাংকার দম্পতির পাঁচ বছরে একটি সন্তানকে দেখাশোনা করত কোহিনুর। আনুমানিক দেড় মাস হলো সে ওই বাসায় কাজ করছে।
ওসি আরেও বলেন, কী কারণে কোহিনুর আত্মহত্যা করেছে সে বিষয়টি এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/টিআর