Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকে তল্লাশি, চালকের সিটের নিচে মিলল ১৫ হাজার ইয়াবা


৬ এপ্রিল ২০১৮ ২২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সিডিএ মার্কেট এলাকায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। ট্রাকটি কক্সবাজারের রামু থেকে ঢাকায় যাচ্ছিল বলে জানা গেছে।

শুক্রবার (০৬ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের টিম ট্রাকটিতে তল্লাশি চালায়। আটক তিনজন হলেন- স্বপন মিয়া (৩৭), আলী আকবর (৩৭) এবং মামুন (২৪)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এ এ এম হুমায়ুন কবির (এডিসি-পশ্চিম) সারাবাংলাকে বলেন, ট্রাকের চালকের সিটের পিছনে গোপন কুঠুরির মধ্যে ইয়াবাগুলো এমনভাবে রাখা হয়েছিল যাতে তল্লাশিতেও ধরা না পড়ে।

বিজ্ঞাপন

কিন্তু আমরা গোপন সূত্রে নিশ্চিত হয়েই ট্রাকটিতে তল্লাশি চালায় এবং ইয়াবাগুলো পেয়ে যাই। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

সারাবাংলা/আরডি/এমআইএস/

ইয়াবা চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর