টেকসই উন্নয়নে দিনরাত কাজ করছেন প্রধানমন্ত্রী: হাছিনা গাজী
৩০ অক্টোবর ২০২১ ২০:৫০
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে এসব কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।’
শনিবার (৩০ অক্টোবর) সকালে রূপগঞ্জ থানা ভবনে ‘মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’এই প্রতিপাদ্য নিয়ে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এর আগে কেক কেটে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’র উদ্বোধন করেন তিনি।
এ সময় হাছিনা গাজী বলেন, ‘জাতি, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা-দারিদ্রমুক্ত ও উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেমন দেশ স্বাধীন করেছে। তেমনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণ করবে। বঙ্গবন্ধুর আদর্শের ধারক প্রধানমন্ত্রী এদেশের কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে না পারলে এই অগ্রযাত্রা ব্যাহত হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু, পুলিশকে সহযোগিতা করতে হবে। এ প্রজন্মের তরুণরা যাতে মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই ও স্থায়িত্বশীল উন্নয়নে দিনরাত কাজ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক না থাকলে উন্নয়ন সম্ভব নয়। তাই পুলিশকে সহযোগিতা করতে হবে।’
এছাড়া ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষ্যে রূপগঞ্জ থানা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি রূপগঞ্জ থানা ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় রূপগঞ্জ থানা ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ র্যালি ও সভার আয়োজন করে রূপগঞ্জ থানা পুলিশ ও রূপগঞ্জ থানা ‘কমিউনিটি পুলিশিং ফোরাম।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবির হোসেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য এমায়েত হোসেন, তারাবো পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া, আনোয়ার হোসেন, রাসেল সিকদার, লায়লা পারভীন, মাহফুজা আক্তার ও জোসনা বেগমসহ আরও অনেকে।
সারাবাংলা/এনএস