ইয়েমেনে মিসাইল হামলায় ২৯ হতাহত
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২১ ০৯:৫৫
১ নভেম্বর ২০২১ ০৯:৫৫
ইয়েমেনের মারিব প্রদেশের কয়েকটি মসজিদ এবং মাদরাসাকে লক্ষ্য করে চালানো ব্যালেস্টিক মিসাইল হামলায় নারী-শিশুসহ অন্তত ২৯ জন হতাহত হয়েছেন।
সোমবার (১ নভেম্বর) ইয়েমেনের তথ্যমন্ত্রী এক টুইটার বার্তায় এই হামলা এবং হতাহতের খবর জানিয়েছেন।
এদিকে, রোববার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দুটি ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মারিব প্রদেশের গভর্নর।
তবে, আনুষ্ঠানিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
অন্যদিকে, ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রহীদের মধ্যে দীর্ঘ লড়াই চলে আসছে। সম্প্রতি ওই লড়াই ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘ বলছে মারিব প্রদেশে চলমান সংঘাতের কারণে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই অন্তত ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সারাবাংলা/একেএম