Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজরা বাজারে অফিস খুলে বসেছে: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২১ ১৬:৪৯ | আপডেট: ১ নভেম্বর ২০২১ ১৮:২২

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অকারণেই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। পাঁচ টাকা কেজিতে যে সবজি কৃষক বিক্রি করছে, তা মধ্যস্বত্বভোগী আর চাঁদাবাজদের কবলে পড়ে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে, চাঁদা তুলতে বাজারে অফিস খুলে বসেছে চাঁদাবাজরা। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে মানুষ।

সোমবার (১ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

বিরোধী দলের নেতা কাদের বলেন, ‘বিদেশে কোনো পণ্যের দাম ১ টাকা বেড়ে গেলে, আমাদের দেশে একশো টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। যারা তদারকি করবে তারাও দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার কারণে সুরাহা নেই। দলীয়করণ করা হয়েছে সকল সেক্টরে, ফুটপাতও ইজারা দেয়া হয়েছে।

দেশে কাজ না পেয়ে যুবকরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের পথে ছুটছে উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘অবৈধভাবে ডিঙি নৌকা নিয়ে সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু হচ্ছে যুবকদের। আবার মরু পথে ও জঙ্গল দিয়ে বিদেশে যেতেও জীবন দিচ্ছে যুবকরা। এরচেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।’

যুব সংহতির আহ্বায়ক এইচ শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহাদ চৌধুরী শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিমসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

অফিস চাঁদাবাজ জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর