Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে মন্দিরে হামলা: ৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ১৯:১৯

ঢাকা: দুর্গাপূজার আগে কুমিল্লায় কোরআন শরিফ অবমাননার কথিত ঘটনার জের ধরে কক্সবাজারের পেকুয়ায় পূজা মণ্ডপে হামলা-সংঘর্ষের মামলায় হাইকোর্টে আগাম জামিন পাওয়া চার আসামিকে আত্মসমর্পণের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে এক সপ্তাহের মধ্যে আসামিদের কক্সবাজার আদালতে আত্মসমর্পণ করতে হবে।

রোববার (৭ নভেম্বর) আসামিপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আসামিরা হলেন— পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সাজ্জাদ এবং বিএনপি সমর্থক বলে উল্লেখিত স্থানীয় ব্যবসায়ী শাহনেওয়াজ।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ৩১ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান আসামিদের এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত।

গত ১৩ অক্টোবর কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরিফ রেখে অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন জেলায় পূজা মণ্ডপে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের দুর্গা মন্দিরেও হামলা-ভাঙচুর হয়।

ওই ঘটনায় ১৫ অক্টোবর মামলা দায়ের হয়। মামলায় পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, একই উপজেলার যুবদলের সভাপতি কামরান জাদীদ, ৪ নম্বর ওয়ার্ড সদস্য সাজ্জাদ, বিএনপির সক্রিয় সমর্থক ব্যবসায়ী শাহনেওয়াজ আজাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ২৮ অক্টোবর তাদের ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দেন।

বিজ্ঞাপন

ওই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আদালত তাদের জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর চেম্বার আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন করেন আসামিরা। ওই আবেদনের শুনানি নিয়ে আজ রোববার চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সারাবাংলা/কেআইএফ/টিআর

আগাম জামিন আত্মসমর্পণের নির্দেশ আপিল বিভাগ মন্দিরে হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর