Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২১ ১৮:২১

ফাইল ছবি

ঢাকা: ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘কর্মসূচি’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৮ নভেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবরণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্প্রতি সরকার কতৃক কেরোসিন ও ডিজেল লিটার প্রতি ১৫ টাকা বা শতকরা ২৩% দাম বৃদ্ধি ও এ বছর এপ্রিল থেকে এ পর্যন্ত পাঁচবার এলপিজির দাম বাড়ানোয় কৃষকসহ সমগ্র জনজীবন এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে । সভা মনে করে, করোনাকালে চাকরিচ্যুতি ও আয় হ্রাস পাওয়ার পর তেলের দাম বাড়ায় দরিদ্রের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং জনজীবনে দুর্ভোগ আরও বাড়বে।’

মির্জা ফখরুল জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অবিলম্বে ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম কমিয়ে আনার দাবি জানানো হয়।

তিনি জানান, বিআইজিডি এবং পিপিআরসি যৌথ জরিপে দেশে করোনাকালে ৩ কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হওয়ায় এবং চলতি অর্থবছরে মার্চে নতুন দরিদ্র ২ কোটি ৪৫ লাখের সাথে ৭৯ লাখ মানুষ যুক্ত হওযায় সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও ভ্রান্ত নীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘অপরিকল্পিত করোনা বিধিনিষেধের কারণে দরিদ্রের সংখ্যা আরও বেড়েছে। করোনাকালে নিম্ন আয়ের মানুষের জন্য কোনোরকম আর্থিক প্রণোদনা না দেওয়া এবং কল-কারখানাগুলোতে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্ছিত করা, অপ্রাতিষ্ঠানিক খাতে প্রণোদনা না দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্য ও আর্থিক সহযোগিতা না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

কর্মসূচি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর