সংসদের ১৫তম অধিবেশন শুরু
১৪ নভেম্বর ২০২১ ১৭:১৪
ঢাকা: একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হয়েছে। রোববার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছেন। এদিন সকালে তিনি গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহ সফর শেষে দেশে ফিরেন। সংসদের এই অধিবেশন মুলতবি দিয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাবের পরে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। প্রথমদিনে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২১’ ব্যাংকার বহি সাক্ষ্য বিল- ২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১, বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল ২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল- ২০২১ এবং মহাসড়ক বিল- ২০২১ এর রিপোর্ট উত্থাপন করা হয়।
বর্তমানে সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন মোট ৭ কার্যদিবস চালানো হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অধিবেশনে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম