রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত হবেন হাসান আজিজুল হক
১৬ নভেম্বর ২০২১ ১১:৫২
রাজশাহী: নন্দিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত করা হবে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বাদ জোহর রাবি কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে তাকে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যজন ও রাবি শিক্ষক অধ্যাপক মলয় ভৌমিক। তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সমাহিত করা হবে জ্ঞানের বাতিঘর অধ্যাপক হাসান স্যারকে।’
দুপুর ১২টা থেকে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে হাসান আজিজুল হকের মরদেহে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের জনতা।
এর আগে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) নিজ বাসভবন উজানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই কথাসাহিত্যিক। বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
হাসান আজিজুল হক আর নেই
হাসান আজিজুল হক ১৯৩৯ সালে ২ ফেব্রুয়ারি ভারতের বর্ধমান জেলার জব গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে দর্শনে এম এ ডিগ্রি লাভ এবং ১৯৭৩ সালে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।
কথাসাহিত্যে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার, পদক ও সম্মাননা। এর মধ্যে রয়েছে আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৭), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭০), অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৮১), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৩), অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার (১৯৮৪), ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৮), কাজী মাহবুব উল্লাহ ও বেগম জেবুন্নিসা পুরস্কার।
এছাড়া ১৯৯৯ সালে ‘একুশে পদকে’ ভূষিত হন হাসান আজিজুল হক। পরে ‘আগুনপাখি’ উপন্যাসের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার। ২০১২ সালে তিনি ভারতের আসাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি পান। ২০১৯ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।
আরও পড়ুন: রাবি শহিদ মিনারে শেষ শ্রদ্ধা, হাসান আজিজুল হকের জানাজা বাদ জোহর
সারাবাংলা/এমও
কথাসাহিত্যিক কেন্দ্রীয় গ্রন্থাগার দাফন রাজশাহী বিশ্ববিদ্যালয় হাসান আজিজুল হক