Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেবা রফতানি আয় ৪ মাসের মধ্যে দেশে আনতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২১ ১৮:৪২

ঢাকা: সেবা রফতানি আয় দেশের আনার জন্য সময় বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক। বেঁধে দেওয়া সময় অনুযায়ী সেবা রফতানি আয় চার মাসের মধ্যে দেশে আনতে হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সেবা রফতানি আয় চার মাসের মধ্যে দেশে আনতে হবে। রফতানি আয় বাবদ অর্থ দিয়ে বিদেশে মূলধনী বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগ, স্থায়ী সম্পদ বা ভার্চুয়াল সম্পদ কেনা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সেবা রফতানি আয় দেশে আনার সুবিধার্থে রফতানিকারক দেশের বাইরে শুধু নোশনাল অ্যাকাউন্ট বা মার্চেন্ট হিসাব পরিচালনা করতে পারবে।এ হিসাবের বাইরে ক্রিপ্টোকারেন্সি বা অন্য কোনো মুদ্রায় ভিন্ন হিসাব দেশের বাইরে খোলা যাবে না। এর মাধ্যমে রফতানি আয় চার মাসের মধ্যে দেশে আনার বাধ্যবাধকতার সেবা রফতানির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, রফতানি আয় বাবদ অর্থ দিয়ে দেশের বাইরে মূলধনীয় বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ বা স্থায়ী সম্পদ কিনলে তা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

সারাবাংলা/জিএস/এমও

কেন্দ্রীয় ব্যাংক টপ নিউজ বাংলাদেশ ব্যাংক রফতানি আয় সেবা রফতানি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর