Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাককানইবিতে ফলজট, পরীক্ষা কমিটির প্রধানই জানেন না তিনি দায়িত্বে

জাককানইবি করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ১৬:০৯

ছবি: সংগৃহীত

ত্রিশাল (ময়মনসিংহ): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফোকলোর বিভাগের ২০১৭-১৮ সেশনের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয় ২০১৯ সালের ২৪ ডিসেম্বর। পরীক্ষা যথাসময়ে শেষ হলেও ফল প্রকাশ হয়নি এখনো। এরই মধ্যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও হয়েছে। তবে এ পরীক্ষারও ফল প্রকাশ হয়নি। এ পরিস্থিতিতে বিভাগটির সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামই জানেন না তিনি পরীক্ষা কমিটির প্রধান।

বিজ্ঞাপন

দ্বিতীয় বর্ষের কোনো সেমিস্টারের ফল প্রকাশিত না হওয়ায় পরবর্তী বর্ষের কার্যক্রম শুরু করতে পারছেন না শিক্ষার্থীরা। এতে হতাশায় ভুগছেন তারা। এছাড়া বিভাগের বাকি শিক্ষাবর্ষেও আছে দীর্ঘ সেশনজট।

অভিযোগ আছে, দ্বিতীয় শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির প্রধান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের অবহেলার কারণেই দীর্ঘদিন আটকে আছে ফল। তিনি প্রথম সেমিস্টারের একজন কোর্স টিচার ছিলেন। এখন পর্যন্ত তার কোর্সের ইন্টারনাল নম্বরও জমা দেননি তিনি। অ্যাসাইনমেন্ট এবং ইন-কোর্স পরীক্ষাগুলোর নম্বর জমা না দেওয়ায় চূড়ান্ত ফলাফল তৈরি করতে পারছে না বিভাগটি।

এ সেশনের শিক্ষার্থীদের অভিযোগ, করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে অনেক পিছিয়ে যেতে হয়েছে। এর ওপর নিজেদের বিভাগের শিক্ষকদের কারণেও ক্ষতির শিকার হতে হচ্ছে আমাদের। শিক্ষকরা নিজেদের স্বার্থরক্ষার জন্য আমাদের ফুটবল বানিয়ে খেলছেন।

প্রায় দুই বছরেও কেন ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি জানতে চাইলে পরীক্ষা কমিটির প্রধান ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি কি পরীক্ষা কমিটির প্রধান? বিষয়টি আমার জানা নেই। তবে দীর্ঘদিন অসুস্থ থাকায় একটু সমস্যা তৈরি হয়েছে। আমি এখন মেডিকেলে আছি। বিভাগে এসে বিষয়টা দেখব। আশা করি, দ্রুত সমাধান হবে।’

বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানায়, ফকলোরের বিভাগীয় প্রধান হিসেবে সহকারী অধ্যাপক মো. বাকীবিল্লাহকে ব্যর্থ প্রমাণ করতে বিভাগের অন্য শিক্ষকরা নিজেদের দায়িত্বে অবহেলা করেন। যার ফলে বিভাগে দীর্ঘ সেশনজট, ফলাফল আটকে থাকাসহ নানা সমস্যায় পড়তে হয়।

তবে ড. সাইফুল এ অভিযোগ অস্বীকার করে বলেন, উড়ো কথায় কান না দিলেই ভালো। বিভাগীয় প্রধান হিসেবে তার দায়িত্ব পাওয়ার এতদিন পর এসে এ অভিযোগের কোনো মানে নেই। আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম এবং মহামারি করোনাও গেছে এর মধ্যে। এ কারণেই ফলাফলে বিলম্ব হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিভাগীয় প্রধান মো. বাকীবিল্লাহ বলেন, আমরা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি দ্রুত ফলাফল প্রকাশ করতে। পরীক্ষা কমিটির প্রধান অসুস্থ থাকায় এ সমস্যা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিম বলেন, আমরা এখনো এ সম্পর্কিত কোনো ফাইল পাইনি। পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে আসার পর এক সপ্তাহের মধ্যে ফলাফল তৈরি হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির বলেন, আমরা ফোকলোর বিভাগের সঙ্গে কথা বলেছি। আগামী এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রস্তুত করতে নির্দেশনা দিয়েছি। দ্রুত সমাধান হবে আশা করি।

সারাবাংলা/এনএস

জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ফলজট ফোকলোর বিভাগ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর