কিশোরীকে ধর্ষণের অভিযোগে পোশাককর্মী গ্রেফতার
২২ নভেম্বর ২০২১ ১৮:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক পোশাককর্মী তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ নভেম্বর) রাতে নগরীর বাকলিয়া থানার তক্তারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. জুয়েল ওরফে ঝুটন (২৩) নগরীর বাকলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়ি কুমিল্লায় হলেও থাকেন নগরীর তক্তারপুল এলাকায়।
আক্রান্ত কিশোরীর বাসাও নগরীর তক্তারপুল এলাকায়। বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক সারাবাংলাকে বলেন, ‘রোববার বিকেলে বাসায় ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবা থানায় মামলা করেছেন। এরপর আমরা জুয়েলকে গ্রেফতার করেছি। জুয়েল দাবি করেছেন তার সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। সে মেয়েটিকে বিয়ের জন্য বাসায় প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু বাবা রাজি না হওয়ায় মেয়েটি পালিয়ে তার বাসায় চলে আসে। এরপর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। যেহেতু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক, আমরা বাবার অভিযোগ গ্রহণ করে জুয়েলকে গ্রেফতার করি।’
পরীক্ষার জন্য আক্রান্ত কিশোরীকে সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয় বলে জানান ওসি।
সারাবাংলা/আরডি/এসএসএ