Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরায় সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২১ ১১:১৩

ঢাকা: রাজধানীতে বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে রামপুরায় সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের কাছে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘আমি নেক্সট’, ‘আমার বাবা কাঁদছে, নিরাপদ সড়কে দাবিতে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার দিবাগত রাত ১০টার দিকে রামপুরা এলাকায় বাসের চাপায় মাঈনুদ্দিন ইসলাম নিহত হয়। সে এ বছর একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী দিচ্ছিল। তার বাসা পূর্ব রামপুরা মোল্লা বাড়ি। মাইনুল পশ্চিম রামপুরায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফেরার পথে অনাবিল নামে একটি বাস তাকে চাপা দেয়।

সারাবাংলা/এএম

টপ নিউজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর