Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার নারীকে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কা, চালক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ০৮:৪৫ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ১৪:১০

ঢাকা: ফের রাজধানীতে সড়ক দুর্ঘটনা। এবারও জড়িত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি। এবার শিকার একজন নারী। এক বাস থেকে নামার সময় পেছন থেকে সেই গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম চালককে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার শিকার নারীর নাম আরজু বেগম। তিনি একটি পোশাক কারখানার হেড অফিসে কাজ করেন৷ আরজু বেগমের একজন সহকর্মী বদরুল সারাবাংলাকে বলেন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় সিটি লিংক বাস থেকে নামছিলেন আরজু বেগম। এসময় পেছন থেকে দক্ষিণ সিটির ময়লার গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনডিএসসিসি’র গাড়ির ধাক্কায় নটরডেমের শিক্ষার্থী নিহত

পুলিশ জানিয়েছে, দক্ষিণ সিটির ওই ময়লার গাড়ির চালক রতন। তবে দুর্ঘটনার সময় ময়লার গাড়িটি চালাচ্ছিলেন সহকারী হারুন। দুর্ঘটনার পরপরই তিনি সটকে পড়েন। পরে চালক রতন দুর্ঘটনাস্থলে হাজির হলে তাকে আটক করেছে পুলিশ। সহকারী হারুনকে খুঁজছে পুলিশ।

রতনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে, গাড়িটি রাতে বেড়িবাঁধ এলাকায় ময়লা ফেলার পর ওই এলাকাতেই পার্কিং করা ছিল। সকালে সহকারী হারুন গাড়িটি নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন- মোটরসাইকেল আরোহী নিহত— এবার ঘাতক ডিএনসিসির ময়লার গাড়ি

এসআই শহিদুল ইসলাম বলেন, দক্ষিণ সিটির একটি ময়লার গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়েছেন। চালককে আটক করে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই (বৃহস্পতিবার, ২৫ নভেম্বর) পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন আরেক ব্যক্তি। দুই দুর্ঘটনাতেই চালকদের গ্রেফতার করা হয়েছে। দুই সিটি করপোরেশনই গঠন করেছে তদন্ত কমিটি।

আরও পড়ুন-

ডিএসসিসির ময়লার গাড়ির পরবর্তী ‘শিকার’ কে!

সারাবাংলা/এএম/টিআর

গাড়ির ধাক্কা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর