‘হলে ফিরছি, তবে ছাত্রদের পাশে আছি’
৯ এপ্রিল ২০১৮ ০৭:০২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
টিএসসি চত্বর থেকে: ভোরের আলো ফুটতেই হলে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আটকে পড়া প্রায় তিন শ’ ছাত্রী।
সোমবার (৯ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে রোকেয়া হলের হাউজ টিউটর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আক্তার ছাত্রীদের হলে নিয়ে যান।
সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক নীলিমা আক্তার সারাবাংলাকে বলেন, মধ্যরাতে টিএসসিতে আটকে পড়া ছাত্রীরা কোনোভাবেই বাইরে বের হতে চাচ্ছিলেন না। আমি সারা রাত তাদের সঙ্গে সেখানেই ছিলাম। সকাল হলে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আমি তাদেরকে সেখানে থেকে বের করে হলে নিয়ে আসি।
এদিকে রাতভর পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া-পাল্ট ধাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব জায়গাতে ভাঙচুর ও হামলার ছাপ স্পষ্ট। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্যণীয়। পুরো ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে।
এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় আগুন জ্বালিয়ে কিছু সংখ্যক আন্দোলনকারী স্লোগান দিচ্ছেন। তাদের ঘিরে দোয়েল চত্বর এলাকায় পুলিশ উপস্থিত রয়েছে।
নীলক্ষেত মোড়, পলাশীর মোড়, শাহবাগ, হাইকোর্টের মোড়, চানখার পুল মোড়সহ ক্যাম্পাসে প্রবেশের মোট আটটি পথ আটকে দেওয়া হয়েছে। কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে চতুর্থবর্ষের এক ছাত্রী সারাবাংলাকে বলেন, যখন আমরা দেখলাম সাধারণ ছাত্রদের ওপর হামলা করা হয়েছে, তখন আমরা হলের মূল ফটকের তালা ভেঙে বের হই। যে যেমন পোশাকে ছিলাম, সেভাবেই বের হই। ছাত্রীরা টিএসসি’র সামনে অবস্থান নিয়েছিলাম আমরা। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্ররা গোল বেষ্টনী করে রেখেছিল, আমরা স্লোগান দিচ্ছিলাম। আনুমানিক ৪৫ মিনিট পরে হঠাৎ আমাদের ওপর হামলা চালানো হয়। আমাদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ছোড়া হয়। সামনে ছাত্রলীগ নেতা-কর্মীরা, পেছনে পুলিশ। আমরা রোকেয়া হল, টিএসসি’র ভেতরে আশ্রয় নিয়েছিলাম আর ছাত্ররা বাঙলা একাডেমিতে আশ্রয় নিয়েছিল।
নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা বলেছিলাম, ভোরের আলো ফোটার পরে আমরা বের হয়ে হলে ফিরব। শর্ত ছিল আমাদের আটক বা কোনো ধরনের হয়রানি করা হবে না। আমরা ফিরে যাচ্ছি, তবে ছাত্রদের পাশে আছি। আবার যদি ছাত্রদের ওপর হামলা করা হয় বা কোনো ধরনের হয়রানির চেষ্টা করা হয়- আমরা আবার রাস্তায় নামব।
আরও পড়ুন
এবার ছাত্রীদের ওপর চড়াও ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে র্যাব
কার্জন হলেও দাঁড়াতে পারলেন না আন্দোলনকারীরা
আন্দোলন দমাতে পুলিশ-ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে ভীতি-উত্তেজনা
পুলিশি হামলার প্রতিবাদে হল ছেড়ে রাস্তায় ঢাবি ছাত্রীরা
শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঢাবিতে, সংঘর্ষ চলছেই
কাঁদুনে গ্যাসে ছত্রভঙ্গ শাহবাগে আন্দোলনকারীরা
কোটা সংস্কার: মহাসড়কে আন্দোলনকারীরা
কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলন
সারাবাংলা/জেডএফ/এমআইএস/এটি