Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আলালকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ২১:০৫

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে বিএনপি নেতা আলালকে গ্রেফতারের দাবিতে নগর ছাত্রলীগ আয়েজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

নগরীর কোতোয়ালির মোড়ে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে মোয়াজ্জেম হোসেন আলাল ছাত্রলীগের লাখো নেতাকর্মীর মনে আঘাত দিয়েছেন। বীর চট্টলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। চট্টগ্রামে তাকে যেখানেই পাওয়া যাবে, ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে প্রতিরোধ করবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগ কর্মী আরিফ রায়হান দ্বীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবিও জানান তারা।

নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- সহ সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, সম্পাদকমণ্ডলীর সদস্য আশরাফ উদ্দিন টিটু, এম এ হালিম শিকদার মিতু, শেখ সরফুদ্দিন সৌরভ, ইমরান কামাল বনি, সদস্য ইমাম উদ্দিন নয়ন, মমশাদ হোসেন রাব্বি, শুভ ঘোষ, সালাউদ্দিন বাবু, মো. সালাউদ্দিন, মোশরাফুল হক পাভেল, আরাফাত রুবেল, চকবাজার থানার সভাপতি জাহেদুল ইসলাম, মহসীন কলেজের আহ্বায়ক কাজী নাঈম ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক রাকিব হায়দার, পতেঙ্গা থানার সভাপতি হাসান হাবিব সেতু, কমার্স কলেজের সভাপতি ফখরুল রুবেল ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভি, পাহাড়তলী থানার সভাপতি আশিকুর রহমান প্রিন্স, বাকলিয়া থানার আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন রনি, বন্দর থানার সভাপতি মো. কাইয়ুম ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, হালিশহর থানার আহ্বায়ক আবদুর রহিম জিসান ও যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম অভি।

বিজ্ঞাপন

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালীর মোড়ে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আরডি/পিটিএম

আলাল ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর