Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থায় বঙ্গবন্ধুর স্মরণে হবে বাংলাদেশ রুম

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২১ ১৮:১২

ঢাকা: রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরের মূল ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে তার নামে বাংলাদেশ রুম স্থাপন করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সোমবার (১৩ ডিসেম্বর) রোমে বাংলাদেশ ও এফএও’র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এফএও-তে স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক চু ডংইউ সমঝোতা স্মারকটি সই করেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলাদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।

এফএও’র সঙ্গে বাংলাদেশের চার দশকেরও বেশি সময়কার ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর নামে এ রুম স্থাপনে সহায়তার জন্য এফএও’র মহাপরিচালককে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ও এফএও-তে স্থায়ী প্রতিনিধি তার বক্তৃতায় বাংলাদেশ ও এফএও’র প্রায় ৪৮ বছরের গভীর অংশীদারিত্বের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি এফএও এবং ডব্লিউএফপি’র নীতি-নির্ধারণী নির্বাহী বোর্ডে বাংলাদেশ সম্প্রতি নির্বাচিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, এফএও সদর দফতরে স্থাপিত হতে যাওয়া বাংলাদেশ রুমে বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সভা অনুষ্ঠান ছাড়াও ফ্যাসিলিটেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন।

সারাবাংলা/টিএস/টিআর

খাদ্য ও কৃষি সংস্থা বঙ্গবন্ধু স্মরণ বাংলাদেশ রুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর