Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা এরশাদকে স্বৈরাচার বলেন, এবার তাদেরকে আয়না দেখার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ২০:১৯

ঢাকা: শুরুটা করেছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম, সমলোচকদের নিজের চেহারা দেখতে বলেছিলেন আয়নায়। এরপর তা আর খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাজনীতিবিদরাও একে অপরকে আয়নায় মুখ দেখার কথা বলেন।

যেমন আওয়ামী লীগের সমালোচনা করার আগে আয়নায় নিজের চেহারা দেখতে বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জবাবে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘তার (ওবায়দুল কাদের) উচিত আয়নায় নিজের এবং দলের চেহারা দেখা। সেই সঙ্গে জনগণের ভাষা বুঝা। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।’

বিজ্ঞাপন

এবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারও, যারা হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার বলেন তাদের নিজেদের চেহারা আয়নার দেখার আহ্বান জানান।

রোববার (১৯ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ বি এম রুহুল আমিন এই আহ্বান জানান। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এই আয়োজন করা হয়।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে কোন দল কি আচরণ করেছিলো আমরা তা ভুলিনি। যারা পল্লীবন্ধুকে স্বৈরাচার বলেন, তারা নিজেদের চেহারা একটু আয়নায় দেখে নিন। দেশ ও মানুষের সুখ এবং সমৃদ্ধির জন্যই জাতীয় পার্টির রাজনীতি।’

‘এবারের সংগ্রাম আরও কঠিন, আরও বেশি রক্ত দিতে হবে’

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

পরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক সংসদ সদস্য শেরীফা কাদেরের নির্দেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করে জাতীয় সাংস্কৃতিক পার্টি।

সারাবাংলা/এএইচএইচ/এমও

আয়না এ বি এম রুহুল আমিন এরশাদ জাতীয় পার্টি স্বৈরাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর