Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২১ ১৪:০৬

মাদারীপুর: সদর উপজেলার খাগদি স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিন যাত্রী।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, বরিশাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি। অন্যদিকে মাদারীপুর শহর থেকে মোস্তফাপুর যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় ইজিবাইককে ধাক্কা দেয় বাস। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হন।

সারাবাংলা/এএম

মাদারীপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর