Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্চ কমিটির জন্য বিকল্পধারার ৩ নাম প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২২ ২০:৫০

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসে সার্চ কমিটির জন্য দেশের তিন বিশিষ্ট নাগরিকের নাম প্রস্তাব করেছে বিকল্পধারা বাংলাদেশ। তালিকায় থাকা তিন নাম হলো তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. জাফর ইকবাল।

এদের সার্চ কমিটিতে রাখার পাশাপাশি নির্বাচন কমিশনে রাখলেও বিকল্পধারার দ্বিমত নেই বলে জানিয়েছেন বিকল্পধারার মুখপাত্র মাহি বি চৌধুরী। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ থেকে বেরিয়ে মাহি বি চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইসি গঠনের জন্য আমরা স্থায়ী আইন করার জন্য রাষ্ট্রপতিকে বলেছি। রাষ্ট্রপতিও আইন করার বিষয়ে সম্মত হয়েছেন। তিনিও বলেছেন, আইন করা গেলে ইসি গঠন ইস্যুতে রাজনৈতিক ঝামেলাগুলো অনেক কমে আসবে।’

মাহি বি চৌধুরী অভিমত উল্লেখ করে বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির জন্য রাষ্ট্রপতির কাছে নাম দেওয়ার পাশাপাশি একজন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের নামের প্রস্তাব দেবেন। সেখান থেকে রাষ্ট্রপতি নাম চূড়ান্ত করবেন। আইন করা না পর্যন্ত এরকমটি হওয়া উচিত বলেও আমরা মনে করি।’

মাহি বি চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ইসি গঠন করা আবশ্যক। আশা করি ,আইন না হওয়া পর্যন্ত বিকল্পভাবে সন্তোষজনক পদ্ধতিতে ইসি গঠন করা হবে।’

শুধু সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করলে হবে না, আইন করে ইসি গঠন করলেও হবে না। জনগণের কাছে ইসি গ্রহণযোগ্য হলে তবেই সেটি সত্যিকার ইসি হয়ে উঠবে— বলেন মাহি বি চৌধুরী।

বিজ্ঞাপন

মাহি বি ছাড়া রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে উপস্থিত ছিলেন বিকল্পধারার জ্যেষ্ঠ নেতা মেজর অব. আবদুল মান্নান, মাজহারুল হক শাহ. ডা. রফিকুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমানসহ অন্যরা।

সারাবাংলা/এএইচএইচ/একে

ইসি গঠন টপ নিউজ রাষ্ট্রপতি সার্চ কমিটি

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর