সহিংসতায় ১১ জন মারা গেলেও সচিব বললেন ‘নির্বাচন সুন্দর হয়েছে’
৫ জানুয়ারি ২০২২ ২২:২৫
ঢাকা: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় সর্বশেষ ১১ জন মারা গেলেও নির্বাচন কমিশন এটিকে ‘ভালো’ নির্বাচন বলে আখ্যায়িত করছেন। ভোট শেষে বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ বিষয়ে বলেন, ‘কয়েকটি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। এখন পর্যন্ত যেসব নির্বাচন হয়েছে তাতে আমরা বলব, ভালো নির্বাচন হয়েছে। সামনে যে নির্বাচন হবে সেটি আরও ভালো হবে।’
তবে ‘‘ জন নিহত হওয়ার ঘটনাকে তিনি খুবই দুঃখজনক, বেদনাদায়ক বলে মন্তব্য করেন।
ইসি সচিব বলেন, ‘বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্র ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে এ ধাপে ৭০ ভাগের বেশি ভোট পড়েছে বলে জানতে পেরেছি।’
আরও পড়ুন: ভোট শেষে ব্যালট নেওয়ার পথে বাধা, পুলিশ-বিজিবির গুলিতে নিহত ৪
নির্বাচনি সহিংসতায় নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে সচিব বলেন, ‘এটি নিঃসন্দেহে দুঃখজনক বিষয়। এই কয়টি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। আমরা প্রার্থীদের অনুরোধ জানাবো, জয়ী বা পরাজিত হলে ফলাফল যেন মেনে নেন। তারা যেন অতি আবেগী না হয়ে যান। এটিই আমাদের প্রত্যাশা।’
সচিব বলেন, ‘৩০৭৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজকে পর্যন্ত শেষ হয়েছে। তফসিল ঘোষণা করা হয়েছে চার হাজার ১৩৮টির। মোট ইউনিয়ন পরিষদ রয়েছে চার হাজার ৫৭৪টি। ৪৩৬টি ইউনিয়নে সীমানা নির্ধারণ ও মামলা থাকায় সেগুলোতে নির্বাচন করা যাচ্ছে না।’
প্রিজাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ায় নয়টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: নির্বাচনি সহিংসতায় নিহত ৭
তিনি বলেন, ‘সিলেটের জকিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে (রিটার্নিং কর্মকর্তা) আইন বহির্ভূত কাজের জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। ওই ইউনিয়নটির নির্বাচন বন্ধ করা হয়েছে।’
নিহত হওয়ার দায় কী ইসির ওপর বর্তায় কী না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বলছি, না। এটির জন্য নির্বাচন কমিশনের দায় না। তবে প্রার্থী ও তাদের সমর্থকেরা এর দায় নেবেন।’
সারাবাংলা/জিএস/একে