Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর একটা মাইলফলক হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২২ ১৩:৩৭

ঢাকা: বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সশস্ত্র বাহিনীর জন্য একটা মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারা পৃথিবীর মধ্যে এটা হবে সর্বশ্রেষ্ঠ আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি সামরিক জাদুঘর। সেভাবেই এটা তৈরি হোক, সেটাই চাই।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বিজয় সরণি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রান্তে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অবস্থিত। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত করা হয়েছে।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রান্তে আরও বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল।

প্রধানমন্ত্রী বলেন, এটা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য একটা মাইলফলক হয়ে থাকবে। তাছাড়া আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই সাথে সশস্ত্র বাহিনী সম্পর্কে অর্থ্যাৎ সেনা, নৌ, বিমান বাহিনী সম্পর্কে আমাদের শিশু এবং তরুণ প্রজন্ম তারা যেমন উদ্বুদ্ধ হবে, সম্যক জ্ঞান পাবে, আবার যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বা দেশের জন্য বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণ করেছেন, দেশে-বিদেশে শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন, তাদের জন্যও একটা প্রেরণা আসবে এবং তাদের একটা আত্মতৃপ্তি হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তার সরকারের প্রথম মেয়াদে সশস্ত্র বাহিনীর জন্য নানামুখী পদক্ষেপ বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, আমি প্রথমবার এসে ফ্রিগেট কিনি, একেবারে নতুন ফ্রিগেট। অবশ্যই এই ফ্রিগেট কেনার জন্য আমাকে আরও দুইটি মামলার আসামি হতে হয়। আমার এখানে কোনো দুঃখ নাই। যা করেছি জনগণের জন্য করেছি। যদিও এখানে তারা কিছু প্রমাণ করতে পারেনি।

তিনি বলেন, আমার কথাটা হচ্ছে দেশের জন্য কাজ করা। এটাই তো আমাদের লক্ষ্য। কাজেই আমাদের প্রত্যেকটা বাহিনীকে আধুনিক করে গড়ে তোলা এটাই লক্ষ্য ছিল। দ্বিতীয়বার সরকারে আসার পর থেকে আমাদের জন্য আরও সহজ হয়েছে। আমরা অনেক কাজ করে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, একটা স্বাধীন সার্বভৌম দেশের উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলা, সেটা জাতির পিতার লক্ষ্য ছিল। তাছাড়া আমার পরিবার আমার ভাই সবাই তো সামরিক বাহিনীতেই ছিল। কাজেই সেই সূত্রে আমি মনে এটাই মনে করি, এর সার্বিক উন্নতি আমাদের জন্য একান্তভাবে দরকার।

তিনি আরও বলেন, ‘‘আমাদের এই সামরিক জাদুঘরের পাশে একটি জায়গা ছিল, সে জায়গায় একটা শিশুপার্ক করা হয়। এটার পেছনে আবার একটা ইতিহাস আছে। কোনো একজন, আমি নাম বলতে চাই না, নাম শুনলে হয়ত লজ্জা পাবে, তিনি হঠাৎ দাবি করে বসলেন তিনি সেখানে মাল্টিস্টোর বিল্ডিং করবে। তখন মিলিটারি সেক্রেটারি ছিলেন মেজর জেনারেল জয়নাল আবেদিন। আমি আবেদিনকে বললাম, এই জায়গাটা কিছুতেই ওখানে মাল্টিস্টোর বিল্ডিং করা যাবে না। কারণ ওটা করতে গেলে আমাদের এই সামরিক জাদুঘর এবং আমাদের প্লানেটোরিয়ামটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, ওখানে আমি শিশু পার্ক করে দেবো। যাই হোক ওখানে এখন দৃষ্টিনন্দন শিশু পার্ক হয়ে গেছে, এখন আর কেউ নিতেও পারবে না। দালান-কোঠা বানাতেও পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটা কাজ করতে গেলে সবসময় একটা বাধা আসে। কিন্তু সেগুলো আমরা অতিক্রম করেছি। আজকে এটা করতে সফল হয়েছি। আমি মনে করি আমাদের দেশের মানুষের বিনোদনের জায়গা খুবই সীমিত। সেজন্য আমাদের চেষ্টা থাকে, তাদের বিনোদনের ব্যবস্থা। আর বিনোদনের সঙ্গে শিক্ষণীয় ব্যাপার। প্ল্যানেটোরিয়ামে অনেক ছাত্রছাত্রীরা আসে, তারা সেটা দেখে, অনেক কিছু জানতে পারে। আবার সেই সঙ্গে আমাদের সামরিক জাদুঘরও দেখতে আসতে পারবে।

সারাবাংলা/এনআর/এএম

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সশস্ত্র বাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর