Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২২ ২১:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার দুলাল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩২) ও তার স্ত্রী পাকুন্দিয়া উপজেলার তালদশি গ্রামের নূরুল ইসলামের মেয়ে নূর নাহার (২৮)।

রুবেলের মা জানান, ১২ বছর আগে নূর নাহারের সঙ্গে রুবেলের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। সকালে দুজনের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

গাজীপুর জেলার কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রী দুজনেই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

উদ্ধার গাজীপুর লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর