মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত, আহত ৭
১৯ জানুয়ারি ২০২২ ১৭:৫৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৮:৪০
নরসিংদী: নরসিংদীর সৃষ্টিগড় এলাকায় একটি মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।
বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানিয়েছে, বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া থেকে পাঁচ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়। অন্যদিকে নরসিংদী থেকে মালবাহী একটি পিকআপ ভ্যান যাচ্ছিল ভৈরবের দিকে। পথে শিবপুরের সৃষ্টিগড় এলাকায় দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ জানিয়েছে, সংঘর্ষে পিকআপ ভ্যানের যাত্রী সবজি ব্যবসায়ী খোকা মিয়া (৩৫) মারা গেছেন। এছাড়া এক জন নারীসহ আহত হয়েছেন সাত জন।
আহতদের এলাকাবাসীর সহায়তায় নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পিকআপ ভ্যানের যাত্রী রাহাতকে (১৫) গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর