Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২২ ১৭:১৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৮:৩৪

রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় ইউক্রেনে অস্ত্র সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের টুইটারে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে অস্ত্র ও সামরিক সহায়তা নিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে ন্যাটোর আরও দুই সদস্য যুক্তরাজ্য ও কানাডা। এছাড়া জার্মানিও ইউক্রেনে যুদ্ধকালীন চিকিৎসা সহায়তা দিতে ফিল্ড হাসপাতাল পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ জানুয়ারি) ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটনের পাঠানো সামরিক সহায়তা কিয়েভে পৌঁছেছে। এতে সম্মুখসারির প্রতিরোধ যোদ্ধাদের জন্য ২ লাখ পাউন্ডের মতো প্রাণঘাতী বিস্ফোরক, গোলাবারুদ রয়েছে।

এর আগে, গত সপ্তাহে ইউক্রেনে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল পাঠিয়েছিল যুক্তরাজ্য। এছাড়া ইউক্রেনে স্টিংগার এয়ার ডিফেন্স মিসাইল এবং জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাল্টিক অঞ্চলের দেশগুলো। এ ব্যাপারে ইতিমধ্যে মার্কিন অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন বাল্টিক দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা।

এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, ইউক্রেনের জরুরি সামরিক চাহিদা মেটাতে অতিরিক্ত সহায়তা হিসেবে ২০০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। এর আওতায় আগামী সপ্তাহগুলোতে সামরিক অস্ত্রশস্ত্র ও অন্যান্য সহায়তা ইউক্রেনে পাঠানো হবে।

সম্প্রতি ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন সদস্য রাষ্ট্র ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এমন নিশ্চয়তা দাবি করে সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে সামরিক হামলা চালাতে পারে।

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ইউক্রেন-রাশিয়া উত্তেজনার ব্যাপারে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তার অনুমান পুতিন ইউক্রেনে হামলা করবেন—কারণ তাকে কিছু একটা করতে হবে। পশ্চিমা শক্তিকে পরীক্ষায় ফেলার জন্য রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন বাইডেন। তবে ইউক্রেনে কোনো সামরিক হামলা করা হবে না বলে বরাবর বলে আসছে মস্কো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাবাংলা/আইই

ইউক্রেন যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

আরিফিন শুভ জানালেন, আসছেন
২৫ এপ্রিল ২০২৫ ২৩:১৫

আরো

সম্পর্কিত খবর