Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিউকমের ২০ গ্রাহক ফেরত পেলেন ৪০ লাখ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১৫:০১

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের ২০ জন গ্রাহক তাদের টাকা ক্রয়াদেশের বিপরীতে দেওয়া ৪০ লাখ টাকা ফেরত পেয়েছেন। মোট ছয় হাজার ৭২১ জন গ্রাহকের ৫৯ কোটি টাকার মধ্যে প্রথম দফায় ২০ জনকে আনুষ্ঠানিকভাবে তাদের অর্থ ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কিউকমের এই গ্রাহকদের অর্থ ফেরত দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এ সময় তপন কান্তি ঘোষ বলেন, ২০ জন গ্রাহক ৪০ লাখ ২ হাজার ৪১৩ টাকা ফেরত পেয়েছেন। এর মধ্যদিয়ে ভোক্তাদের অর্থ ফেরতের কার্যক্রম উদ্বোধন করলাম।

তিনি বলেন, ‘কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বসেই সিদ্ধান্ত নিয়েছিলাম ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একটি ইউনিক আইডি নাম্বার থাকবে এবং এটির রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এই কাজের শেষের দিকে। আগামী ১৫ দিনের মধ্যে আশা করছি এটা শুরু করতে পারব।’

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ২০ জন গ্রাহক ৪০ লাখ ২ হাজার ৪১৩ টাকা ফেরত পেয়েছেন। এর মধ্যদিয়ে ভোক্তাদের অর্থ ফেরতের কার্যক্রম উদ্বোধন করলাম।

বাণিজ্য সচিব বলেন, ‘সবচেয়ে প্রয়োজনীয় বিষয় ছিল ভোক্তারা যে টাকা ফেরত পাননি বা পণ্য বুঝে পাননি সে অর্থ তারা ফেরত চাচ্ছিলেন, কিন্তু যেগুলোর বিরুদ্ধে মামলা ছিল সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। তারা মতামত দিয়েছিল যে সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা আছে এবং মালিক জেলে আছেন তাদের টাকাটা ফেরত দেওয়া যাবে না। সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও মামলা নেই তাদের মধ্যে একটি কিউকম।’

তিনি বলেন, ‘ফস্টার পেমেন্টের মাধ্যমে টাকা দেওয়ার বিষয় ছিল, তবে ফস্টারের বিরুদ্ধে সিআইডির অভিযোগ ছিল, সে জন্য এনওসি নিয়ে এসেছি। বাংলাদেশ ব্যাংকও এটি নিয়ে কাজ করেছে। আপাতত ৫৯ কোটি টাকার বিষয় নিয়ে কাজ করা হয়েছে, যেখানে ৬ হাজার ৭২১ জনের লেনদেনের বিষয় রয়েছে। এসব ক্রেতা পণ্য পাননি। তাদের ৫৯ কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে সবার টাকা ফেরত দেওয়া হবে।’

আরও পড়ুন
ডিজিটাল আইনে মামলায় কিউকমের সিইও রিপন মিয়া ও আরজে নিরব রিমান্ডে
গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে কিউকম
কিউকমের সিইও রিপন মিয়া ২ দিনের রিমান্ডে
১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত
ই-কমার্সে কলঙ্কের দাগ

সারাবাংলা/জিএস/একে

ই-কমার্স কিউকম টপ নিউজ বাণিজ্য মন্ত্রণালয়


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর