বিজ্ঞাপন

কিউকমের সিইও রিপন মিয়া ২ দিনের রিমান্ডে

October 4, 2021 | 4:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (৪ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত এই আদেশ দেন।

এর আগে, মতিঝিল জোনাল টিম ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আ. মালেক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

প্রতারণার অভিযোগে করা মামলায় রাজধানী থেকে রোববার (৩ অক্টোবর) রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর গ্রাহকের ২৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে আসামি।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

জানা যায়, কিউকম প্রায় লক্ষাধিক পণ্য অনলাইনে বিক্রি করে। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য তারা বিজয় আওয়ার, স্বাধীনতা আওয়ার, বিগ বিলিয়ন নামে দুই থেকে ১৫ দিন সময় দিয়ে অনেক কম দামে মোটরসাইকেল অফার করতো। ১ লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল ১ লাখ ২০ হাজার টাকা পাওয়ার অফার পেয়ে ক্রেতারা নগদ টাকা পরিশোধের মাধ্যমে মোটরসাইকেল অর্ডার করতো। কিন্তু সময়মতো পণ্য সরবরাহ না করায় সব ক্রেতা হতাশ হয়ে কিউকমে যোগাযোগ করে।

বিজ্ঞাপন

আরও জানা যায়, কিউকম লাভের টাকা ফেরত নেওয়ার অফার করলে মানুষজন লোভে পড়ে। লাভের অংশ থেকে ১০% কিংবা ২০% কমে কিউকম থেকে টাকার চেক নেয় তারা। এই নিয়ম অনুযায়ী গ্রাহকের পেমেন্টটি ফোস্টারের কাছে থাকবে। আর পণ্য ডেলিভারির পর পেমেন্ট প্রতিষ্ঠানের কাছে পাঠাবে ফোস্টার। কিউকমের পণ্য ডেলিভারি না দিয়ে চেক দেওয়ার বিষয়টি ফোস্টারের নজরে আসে। পরে ফোস্টার কিউকমের সব পেমেন্ট আটকিয়ে দেয়। ফোস্টার এখন পর্যন্ত কিউকমের ৩৯৭ কোটি টাকার মোটরসাইকেলের পেমেন্ট আটক করেছে। এছাড়া তার কাছে গ্রাহকদের পণ্য ডেলিভারির ২৫০ কোটি টাকা আটকে আছে।

উল্লেখ্য, ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকমসহ অনেকে ই-কর্মার্স প্রতিষ্ঠানের প্রধানসহ বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এআই/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন