মাদকের তালিকা থেকে গাঁজা বাদ দিয়েছে থাইল্যান্ড। এছাড়া গৃহস্থালিতে গাঁজা চাষেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০১৮ সালে চিকিৎসা ও গবেষণাকার্যের স্বার্থে মারিজুয়ানা ব্যবহারের বৈধতা দিয়েছিল দেশটি। সিএনএন’র খবর।
থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চরনভিরাকুল সাংবাদিকদের জানান, নতুন আইন অনুযায়ী গৃহস্থালিতে গাঁজা চাষ করা যাবে। কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র না নিলে বাণিজ্যিক উদ্দেশে গাঁজা ব্যবহার করা যাবে না।
তবে আইনটি এখনও গেজেট আকারে প্রকাশ হয়নি। রাজকীয় গেজেটে প্রকাশের ১২০ দিন পর বাড়িতে গাঁজা চাষ করা যাবে বলে আইনে উল্লেখ আছে।
এদিকে, থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি সপ্তাহে সংসদে আরেকটি পৃথক বিলের খসড়া উত্থাপন করেছে। পৃথক এ খসড়া বিলে গাঁজার ব্যবহার, বাণিজ্যিক চাষ ও বিক্রি সম্পর্কে নির্দেশনা রয়েছে।
খসড়া বিলটিতে বলা হয়েছে, সরকারকে না জানিয়ে বাড়িতে গাঁজা চাষ করলে ২০ হাজার থাইমুদ্রা জরিমানা দিতে হবে। এছাড়া লাইসেন্স ছাড়া গাঁজা বিক্রি করলে ৩ বছরের জেল বা ৩ লাখ থাইমুদ্রা বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে।