Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২ ১০:৩৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৩:০১

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় ১০ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দেশটির আইএসপিআরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে বেলুচিস্তান প্রদেশের কিচ শহরে এই হামলার ঘটনা ঘটে।

ওই বিবৃতিতে জানানো হয়, এ সময় দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে এক সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সন্ত্রাসীদের পাল্টা গুলিতে নিহত হন ১০ সেনা সদস্য।

পাকিস্তান সামরিক বাহিনীর ওই বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো মূল্যে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। খবর ডনের।

সারাবাংলা/এএম

কিচ শহর টপ নিউজ পাকিস্তান বেলুচিস্তান সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর