চাঁদপুরে বাল্কহেডের সঙ্গে ট্রলারের সংঘর্ষে ৫ জনের মৃত্যু
৩১ জানুয়ারি ২০২২ ১২:১৩
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের সবার বাড়ি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায়।
মৃতরা হলেন— কুমিল্লার মুরাদনগরের মো. আউয়াল মাঝি (৬৫), একই এলাকার মো. মোবারক হোসেন (৫৫), তিতাস উপজেলার মো. নাসির উদ্দিন (৩৫), মুরাদনগরের পুকুরিয়া এলাকার আল-আমিন (৩৫) ও তিতাস উপজেলার রঘুনাথপুর এলাকার নজরুল (৪০)।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
সারাবাংলা/একে