জাবির ৯ হলে নতুন প্রভোস্ট
১১ এপ্রিল ২০১৮ ২০:৫০
।। জাবি করেসপন্ডেন্ট।।
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৯টি আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ (প্রভোস্ট) নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নতুন এই প্রভোস্টদের নিয়োগ দেওয়া হয় বলে ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন। শীঘ্রই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্ত নতুন প্রভোস্টরা হলেন- শহীদ সালাম-বরকত হলে অধ্যাপক আলী আজম তালুকদার, জাহানারা ইমাম হলে অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, নওয়াব ফয়জুন্নেসা হলে সহযোগী অধ্যাপক নিগার সুলতানা, ফজিলাতুন্নেসা হলে অধ্যাপক আতিকুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে অধ্যাপক মো. মুজিবুর রহমান, শেখ হাসিনা হলে অধ্যাপক বশির আহমেদ, বিশ্বকবি রবিন্দ্রনাথ হলে অধ্যাপক আব্দুল্লাহেল কাফী, শহীদ রফিক-জব্বার হলে অধ্যাপক সোহেল আহমেদ এবং বেগম সুফিয়া কামাল হলে অধ্যাপক মোতাহের হোসেন।
সারাবাংলা/টিআই/এমআইএস/এমআই