Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫০

ফাইল ছবি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন। ৯৬ বছর বয়সী মাহাথিরকে গত ২২ জানুয়ারি দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। শুক্রবার তাকে বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকরা।

হাসপাতালটির এক বিবৃতিতে বলা হয়, দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা অব্যাহত থাকবে। তিনি এখন থেকে বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠবেন। মাহাথিরের কার্যালয়ও তার হাসপাতাল ছাড়ার খবর নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, গত ৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ায় প্রথম দফায় হাসপাতালে নেওয়া হয় মাহাথির মোহাম্মদকে। ১৩ জানুয়ারি তিনি সেখান থেকে বাড়ি ফেরেন। পরে ২২ জানুয়ারি অসুস্থ হওয়ায় আবারও তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মাহাথিরের এর আগে ১৯৮৯ ও ২০০৭ সালে দুই দফা বাইপাস সার্জারি হয়েছিল।

গত ২২ জানুয়ারি থেকে মাহাথিরের স্বাস্থ্য সম্পর্কে সামাজিক মাধ্যমে একের পর এক ভুয়া খবর ছড়িয়ে পড়ে। অনেকেই মাহাথির মোহাম্মদের মৃত্যু হয়েছে বলে প্রচার করেন। এসব খবরে মালয়েশিয়ার জাতীয় হার্ট ইনস্টিটিউটের সামনে জড়ো হন বর্ষীয়ান এ রাজনীতিবিদের বহু ভক্ত-সমর্থক।

এমন গুজবের পরিপ্রেক্ষিতে মাহাথির মোহাম্মদের মেয়ে ল্যাংকাউই আসনের এমপি দাতিন পাদুকা মেরিনা সংবাদমাধ্যমে জানান, তার বাবার অবস্থা স্থিতিশীল। জাতীয় হার্ট ইনস্টিটিউটে ফলোআপ চিকিৎসায় তিনি ভালো সাড়া দিচ্ছেন।

আরও পড়ুন

ড. মাহাথির মোহাম্মদের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। অবসর গ্রহণের দীর্ঘ পনের বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে। ২০১৮ সালের ৯ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ের পরদিন ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তবে ২০২০ সালে ক্ষমতা ছাড়েন তিনি। ৯৬ বছর বয়সী বর্ষীয়ান এ রাজনীতিবিদ বর্তমানে মালয়েশিয়ার পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

মাহাথির মোহাম্মদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর