Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগ সার্বভৈৗমত্ব রক্ষায় সব সময় কাজ করে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৮

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি কথায় কথায় আন্দোলনের হুমকি দেয়। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা তাদের এসব হুমকিকে ভয় পাই না। আওয়ামী লীগের মূল শক্তি হলো দেশের জনগণ। জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ সার্বভৈৗমত্ব রক্ষায় সব সময় কাজ করে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে সব অপরাজনীতি প্রতিহত করতে প্রস্তুত। শ্রমিক লীগ সুসংগঠিত হয়ে সকল অপশক্তি রুখে দিবে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের নতুন ভবনের নিচতলায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, ‘জাতীয় শ্রমিক লীগ সব সময় বাংলাদেশের মানুষের জন্য কাজ করে এসেছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শ্রমিক লীগ সব সময় পাশে ছিল। শ্রমিক লীগ বাংলাদেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর।’

তিনি বলেন, ‘শ্রমিক লীগ এদেশের সব থেকে বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী মানুষের জন্য শ্রমিক লীগকে অনেক বেশি গুরুত্ব দিতেন। তাই শ্রমিক লীগ এ দেশের মানুষের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন। এ সংগঠন সব সময় তার দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ৬৯’-এর গণঅভ্যুত্থানে এ সংগঠনের মনু মিয়া প্রথম জীবন দিয়েছে, এটা সবাইকে মনে রাখতে হবে।’

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আজ ঐতিহাসিক পাঁচই ফেব্রুয়ারি। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেন। এই ছয় দফা বাঙালি জাতির মুক্তির সনদ। ছয় দফা মূলত স্বাধীনতার এক দফা ছিল। ছয় দফার মধ্যেই স্বাধীনতার বীজ নিহিত ছিল।’

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘বাংলাদেশবিরোধী রাজনৈতিক দল বিএনপি-জামায়াত। তারা কখনও দেশের মঙ্গল চায় না। সব সময় দেশের ক্ষতি চায়। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এখনো তাদের ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি সব সময় বিদেশিদের কাছে গিয়ে ধর্না দেয়। তারা পরাশক্তির কাছে নালিশ করে। লবিষ্ট নিয়োগ করে কোটি কোটি টাকা বিনিয়োগ করে । বিদেশিদের টাকা দেয় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। অর্থনীতিকে বাধাগ্রস্ত করতে তারা বিদেশে লবিস্ট নিয়োগ করেছে। এর আগে, খালেদা জিয়াও নিবন্ধ লিখে জিএসপি সুবিধা নষ্ট করার চেষ্টা করেছেন। তাদের সকল ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’

তিনি বলেন, ‘বিএনপি কথায় কথায় আন্দোলনের হুমকি দেয়। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা তাদের এ সকল হুমকিকে ভয় পাই না। আওয়ামী লীগের মূল শক্তি হলো- এদেশের জনগণ। জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে। আমরা তাদের উদ্দেশে বলতে চাই, আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ সার্বভৈৗমত্ব রক্ষায় সব সময় কাজ করে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে সকল অপরাজনীতি প্রতিহত করতে প্রস্তুত। শ্রমিক লীগ সুসংগঠিত হয়ে সকল অপশক্তি রুখে দেবে।’

শ্রমিক লীগের নেতাদের উদ্দেশে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শ্রমিক লীগকে তৃণমূলে আরও শক্তিশালী করতে হবে। প্রতিটি ইউনিয়ন, থানা, উপজেলা ও জেলায় শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এখন আমাদের কাজ হলো শ্রমিক লীগকে শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। নেতাকর্মীদের খোঁজ-খবর নেওয়া। দলের খারাপ সময় এসব নেতাকর্মী আমাদের পাশে থাকে। তাদের কাছে টেনে নিতে হবে। সুবিধাবাদীদের খুঁজে বের করে সংগঠন থেকে দূরে রাখতে হবে।’

অনুষ্ঠানে বলেন, যে কোন সংগঠনের মধ্যে মতবিরোধ থাকে। পরিবারের মধ্যেও মতবিরোধ থাকে। পৃথিবীর যেকোনো সমাজ ব্যবস্থায় মত পার্থক্য থাকতে পারে। কিন্তু আমদের মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধুর সৈনিক। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। শেখ হাসিনাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা আর আগের ভুলবোঝাবুঝির জায়গায় ফিরে যেতে চাই না। আমরা শুধু সামনে এগিয়ে যেতে চাই।

শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আযম খসরুর সঞ্চালনায় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ সার্বভৈৗমত্ব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর