নওগাঁ: সড়ক দুর্ঘটনায় ফরহাদ হোসেন (১৮) ও রেজোয়ান সিদ্দিক (১৭) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় রাকিব হোসেন (২২) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে মোটরসাইকেলে চড়ে নজিপুর থেকে সাপাহার যাওয়ার পথে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের বালুঘাটে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফরহাদ সাপাহার উপজেলার গোডাউন পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং রেজোয়ান একই উপজেলার পিড়ল ডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।