Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের ঝুঁকি ইন্দো-প্যাসিফিকে প্রভাব ফেলবে—উদ্বেগ আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৩

ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য অভিযানের ঝুঁকি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকেও প্রভাবিত করছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ায় মেলবোর্নে চতুর্পক্ষীয় জোট কোয়াডের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন তার দেশের এমন উদ্বেগের কথা জানান।

রাশিয়ার প্রতি সম্প্রতি চীনের সমর্থনের দিকে ইঙ্গিত করে ব্লিনকেন বলেন, ‘মস্কোর বিপজ্জনক পদক্ষেপকে কিছু দেশ সমর্থন দিয়েছে। এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলা রাষ্ট্রগুলোর জন্য হুমকিস্বরূপ।’

ব্লিনকেন বলেন, ‘রুশ হুমকির কারণে শুধু ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়েনি, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের পর যে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে বিশ্ব ঐক্যমত্য পৌঁছেছিল—যেমন বিশ্বের সকল দেশের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধিও— ঝুঁকির মধ্যে পড়েছে।’

আরও পড়ুন- আমেরিকার অস্ত্র প্রতিযোগিতার নিন্দা করলেন শি-পুতিন

ব্লিনকেন চীন ও রাশিয়ার সমালোচনা করে বলেন, কোনো দেশ আরেক দেশের সীমানা পরিবর্তন করতে পারে না। অন্য দেশকে তাদের নীতি ও মিত্র নির্ধারণের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। আমরা যদি এমন আচরণকে দায়মুক্তি দেই, তাহলে ইউরোপের ঘটনা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও প্রভাব পড়বে। আমরা কি পদক্ষেপ নিচ্ছি তা দেখতে অন্য সব দেশ তাকিয়ে আছে।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ব্লিনকেনকে প্রশ্ন করেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে মার্কিন সংঘাত অনিবার্য কি না। এমন প্রশ্নের জবাবে ব্লিনকেন বলেন, ‘কোনো কিছুই অনিবার্য নয়।’

আরও পড়ুন

বৈঠকে কোয়াডের অন্য সদস্য ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিসে পাইন বলেন, ‘আমাদের এ অঞ্চল ক্রমবর্ধমান কৌশলগত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আমাদের স্থিতিশীলতার ভিত্তি প্রদানকারী আন্তর্জাতিক নিয়মগুলো কর্তৃত্ববাদী শাসনের যাঁতাকলে পড়েছে।’ এছাড়া রাশিয়া ও চীনের সাম্প্রতিক সম্পর্ককে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেন তিনি।

যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত— এই চার দেশের কৌশলগত জোট ‘কোয়াড’। চার দেশের কৌশলগত জোটটি সাম্প্রতিক সময়ে কূটনৈতিক বিশ্বে অন্যতম আলোচিত একটি ইস্যু। ইন্দো-প্যাসিফিক কৌশল বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করা কোয়াডকে ‘শত্রুপক্ষ’ হিসেবে চিহ্নিত করেছে চীন। কোয়াডও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই

কোয়াড টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর