Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ আগ্রাসনের বিপক্ষে কিয়েভের রাজপথে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৯:১৯

হাতে জাতীয় পতাকা, কণ্ঠে জাতীয় সংগীত। রুশ আগ্রাসনের বিপক্ষে অবস্থান জানাতে তীব্র শীত উপেক্ষা করে হাজারো মানুষ নেমে আসে ইউক্রেনের রাজধানী কিয়েভের রাজপথে। বিক্ষোভকারী এই জনতা বলছে, রাশিয়ার আগ্রাসনে ভীত নন তারা। বরং ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা রক্ষার লড়াই চালিয়ে যেতে চান তারা।

আলজাজিরার খবরে বলা হয়, এ সময় বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী ব্যানার–প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে লেখা স্লোগান ‘যুদ্ধ একমাত্র উত্তর নয়’, ‘রাশিয়া বর্ণবাদী’।

বিজ্ঞাপন

দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে সাড়া দিয়েই রাজপথে নেমেছেন বিক্ষোভকারী। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মারিয়া শেচারবেঙ্কো বলেন, আতঙ্কিত হয়ে লাভ নেই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য লড়াই করতে হবে।

ছোট ছোট সন্তানদের নিয়ে বিক্ষোভে অংশ নেওয়া নভোসেলস্কি বলেছিলেন, আমরা ভীত নই। এই বার্তা দিতেই আমি আজকের মিছিলে এসেছি।

আরও পড়ুন-

এদিকে কূটনৈতিক সমাধানের চেষ্টার মধ্যেই ইউক্রেনের তিনদিকে সমর সজ্জা সাজিয়েছে রাশিয়া। ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই শনিবার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একঘণ্টা ফোনালাপ করেছেন।

যুদ্ধ এড়ানোর লক্ষ্যে মরিয়া কূটনৈতিক চেষ্টার মধ্যে এমন সমর সজ্জাকে ইউক্রেনের জন্য আসন্ন হুমকি হিসেবে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রসঙ্গত, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন সদস্য রাষ্ট্র ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এমন নিশ্চয়তা দাবি করে সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়া যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে।

আরও পড়ুন-

তবে রাশিয়া বরাবরই বলে আসছে, সামরিক হামলা চালানোর কোনো উদ্দেশ্য নেই। যদিও ইউক্রেন সীমান্তে পূর্ণাঙ্গ যুদ্ধের সব রকমের প্রস্তুতি নিয়ে অবস্থান করছে রুশ সামরিক বাহিনী। এছাড়া চলতি সপ্তাহে ভূমধ্যসাগর ও প্রতিবেশী বেলারুশে সামরিক শক্তি বাড়িয়েছে মস্কো—যা ইউক্রেনে হামলার চূড়ান্ত প্রস্তুতি বলে মনে করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

সারাবাংলা/এএম

ইউক্রেন রাশিয়া রুশ আগ্রাসন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর