Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার ৮ সিনিয়র সাংবাদিকের সঙ্গে বসবে সার্চ কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৯

ঢাকা: নির্বাচন কমিশনের জন্য রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের আগে বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় এবারে আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি। আগামীকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, এরই মধ্যে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে জ্যেষ্ঠ আট সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের জন্য আমন্ত্রিত একাধিক সিনিয়র সাংবাদিক আমন্ত্রণ পাওয়ার তথ্য নিশ্চিতও করেছেন।

বিজ্ঞাপন

যে আট জ্যেষ্ঠ সাংবাদিককে সার্চ কমিটি আমন্ত্রণ জানিয়েছে তারা হলেন— বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, নিউ এজের সম্পাদক নুরুল কবীর, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল সারাবাংলাকে এই বৈঠকে আমন্ত্রণ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি সার্চ কমিটির সঙ্গে বৈঠকে বসার জন্য আমন্ত্রণ পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৪টায় বৈঠক হবে। আমি বৈঠকে অংশগ্রহণ করব।

তবে আমন্ত্রণ পেলেও বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। তিনি বলেন, আমি এখনো কোনো আমন্ত্রণ পাইনি। আর আমন্ত্রণ পেলেও আমি বৈঠকে অংশগ্রহণ করব না।

নতুন ইসি গঠনে নাম প্রস্তাবের আগে গত শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় সকাল সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। পরে গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলেও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিঠি।

বিজ্ঞাপন

দুই দিনের সভায় শিক্ষাবিদ ও অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, চিকিৎসক, সরকারি ও সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী, নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিকে রাষ্ট্রপতির কাছে সিইসি ও অন্যান্য ইসি পদে যোগ্য অনধিক ১০ জনের নামের তালিকা জমা দিতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

এর মধ্যেই অবশ্য আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ইসিতে বিদায়ী সংবাদ সম্মেলনও করেছেন। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন নির্বাচন কমিশন গঠনের আগ পর্যন্ত কার্যত কোনো নির্বাচন কমিশন দেশে থাকছে না। তবে আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতে কোনো ধরনের শূন্যতা তৈরি হবে না।

সারাবাংলা/জিএস/টিআর

৮ সাংবাদিক নির্বাচন কমিশন সার্চ কমিটি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর