চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন
১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৬
চাঁপাইনবাবগঞ্জ: শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের বিপরীতে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদ-স্বাশিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোহা. তারিক-ই-নূর জামাল, সাধারণ সম্পাদক মোহা. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক পরিষদের সহ-সভাপতি আনোয়ার জাহান, মো. নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর কবির, মহিলা সম্পাদক মোসা. খালেদা বেগম, সহ-সাংস্কৃতিক সম্পাদক কুদরত-ই-খুদা, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনাইন শাহনাজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. মজিবুর রহমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক-কর্মচারীবৃন্দ। মানববন্ধন শেষে ৮ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সারাবাংলা/এএম