Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশিদের ইউক্রেন ছাড়তে বলল দূতাবাস

সারাবাংলা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৯

ঢাকা: ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে সৃষ্ট অনিশ্চয়তায় দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক জরুরি পরিপত্রে এ পরামর্শ দেওয়া হয়।

ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের জারি করা জরুরি পরিপত্রে বলা হয়, ‘ইউক্রেনে প্রবাসী সম্মানিত বাংলাদেশি সহৃদবৃন্দ বর্তমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ প্রদান করা হলো। এই নিরাপদ স্থান হতে পারে ইউক্রেনের বাইরে কোনো নিরপেক্ষ দেশ অথবা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সংলগ্ন সীমান্ত এলাকা। স্থিতাবস্থা প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত এই পরামর্শ বহাল থাকবে।’

বিজ্ঞাপন

আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া কয়েক দিনের মধ্যে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে আগ্রাসন চালাতে পারে। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে পোল্যান্ড দূতাবাসকে এমন বিজ্ঞপ্তির পরামর্শ দেওয়া হয় বলে বাসসের খবরে বলা হয়।

পোল্যান্ডে বাংলাদেশ মিশন প্রবাসীদের অনুরোধ করেছে, ইউক্রেনে তাদের উপস্থিতির অবস্থা সম্পর্কে দূতাবাসকে অবহিত করতে, যাতে দূতাবাসের কর্মকর্তারা প্রয়োজনে তাদের সহায়তা করতে পারেন। এছাড়া জরুরি না হলে ইউক্রেনে সবধরনের ভ্রমণ পরিহার করার অনুরোধ দেওয়া হয়।

আরও পড়ুন- ইউক্রেন সীমান্ত থেকে ‘কিছু সেনা’ প্রত্যাহার করছে রাশিয়া

প্রসঙ্গত, ইউক্রেন সীমান্তে গত বছর ধরে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন সদস্য রাষ্ট্র ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এমন নিশ্চয়তা দাবি করে সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়া যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে। তবে রাশিয়া বরাবরই বলে আসছে, সামরিক হামলা চালানোর কোনো উদ্দেশ্য তাদের নেই।

বিজ্ঞাপন

গত কয়েকদিনে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরে যাওয়ার অনুরোধ করেছে। এবার বাংলাদেশও প্রবাসীদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিলো।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

ইউক্রেন

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর