গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ২ স্থগিত করেছে জার্মানি
২২ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪৪
প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্প নর্ড স্ট্রিম ২ স্থগিত করেছে জার্মানি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দু’টি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার পরদিন মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত নিলো জার্মান সরকার।
রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত গ্যাস সরবরাহের জন্য তৈরি নর্ড স্ট্রিম ২ পাইপলাইন। ইউরোপে রাশিয়ার গ্যাস রফতানির লক্ষ্যে এ পাইপলাইন তৈরি। পাইপলাইনের নির্মাণকাজ শেষ হয়ে গেলেও জার্মানির ছাড়পত্র না পাওয়ায় এখনও চালু হয়নি। পাইপলাইনটি চালু করতে জার্মান ছাড়পত্র ছাড়াও প্রয়োজন হবে ইউরোপিয়ান ইউনিয়নের সম্মতি।
সোমবার গভীর রাতে মস্কোর নেওয়া সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় প্রকল্পটি স্থগিত করেছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ এ ব্যাপারে বলেন, ‘নাটকীয়ভাবে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। এর মধ্যে নর্ড স্ট্রিম ২ নিয়েও আমরা ভাবছি। নর্ড স্ট্রিম ২ প্রকল্পের ছাড়পত্র এখন আর দেওয়া হবে না।
আরও পড়ুন-
- যুদ্ধের মুখে জ্বালানির বাজারে অস্থিরতা
- রুশ সেনাদের পূর্ব ইউক্রেনে প্রবেশের হুকুম দিলেন পুতিন
- ইউক্রেনের দোনেস্ক-লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি রাশিয়ার
- দোনেস্ক ও লুহানস্ককে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাশিয়ার আহ্বান
- ইউক্রেন সংকট: আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান চীনের
এর আগে চলতি মাসের ৮ তারিখ যুক্তরাষ্ট্রে সফররত জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে নর্ড স্ট্রিম ২ প্রকল্প চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেছিলেন, ’রাশিয়া ইউক্রেনের সীমান্ত পার হলে নর্ড স্ট্রিম ২ প্রকল্প আমরা ধ্বংস করে দেব। আমরা সেই প্রকল্প আর চালু রাখব না।’ যদিও সে সময় এ ব্যাপারে স্পষ্ট কোনো মন্তব্য করেননি জার্মান চ্যান্সেলর। তবে এবার উদ্ভূত পরিস্থিতি নর্ড স্ট্রিম ২ প্রকল্প স্থগিতের সিদ্ধান্ত নিলেন তিনি।
আরও পড়ুন-
- ন্যাটো কী এবং কখন কাজ করে
- ইউক্রেনকে কি এবার বাঁচিয়ে দেবে রাসপুতিৎসা?
- ইউরোপের যেসব জায়গায় ন্যাটো বাহিনী মোতায়েন
- কাতারের গ্যাসের প্রধান ক্রেতা এশিয়া, ইউরোপের চাহিদা মেটাবে কে?
- চীন-তাইওয়ান, রাশিয়া-ইউক্রেন সংঘাত— ২ ফ্রন্টে যুদ্ধ করবে আমেরিকা?
সারাবাংলা/আইই